হাওরাঞ্চলের কথা ::: রোটারী ক্লাব অব সিলেট কসমাপলিটনের ৭২৪ তম সাপ্তাহিক ও ইয়ার লঞ্চিং প্রোগ্রাম ক্লাব প্রেসিডেন্ট জামাল উদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পিপি এস এম বুরহান আহমদ এর কোরআন তিলায়াতের মাধ্যমে ইনভোকেশন পাঠ করে মামুনূর রশিদ। জাতীয় সংঙ্গীত পরিচালনা করেন রোটা ডা. এমদাদুল হক।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুল দিয়ে বরণ করেন রহিমা জান্নাত জাহা ও জাইয়া জান্নাত জুহি, নতুন ক্লাব মেম্বার এটি এম তারেক, মোহাম্মদ সাদিকুর রহমান, এস এম আলী হায়দার বিপ্লব, মো. ইমরান আহমদ ও প্রদিপকে স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডি জি ইঞ্জিনিয়ার মতিউর রহমান, বিশেষ অতিথি পিডিজি শহিদ আহমদ চৌধুরী, ডিজিই এ এইচ এম ফয়ছল আহমদ, এরিয়া এডভাইজার হানিফ মোহাম্মদ, এরিয়া ডায়রেক্টর সামছুল হক দিপু, জোনাল কর্ডিনেটর ইঞ্জিনিয়ার এ এইচ আর রব্বানী, জোনাল কর্ডিনেটর কাওসার হোসন শাহিন, কর্ডিনেটর আমিনুর রহমান, পিপি রোটা সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর এপিপি, এডভোকেট শাবানা ইসলাম এপিপি, সেন্ট্রাল রোটারি ক্লাব ফেনির পিপি জামাল উদ্দিন বাবলু, পিপি চঞ্চল দে, পিপি সৈয়দ আশরাফ আহমদ, সভায় ৪টি প্রজেক্টের মধ্যে গৃহ নির্মানের জন্য বাবুল খানকে আর্থিক সহায়তা প্রদান, আফিয়া বেগমকে হুইল চেয়ার, একজন শিক্ষার্থীকে ১বছরের শিক্ষাবৃত্তি প্রদান ও অপর শিক্ষার্থীকে এসএসসি পরিক্ষার যাবতীয় খরচ প্রদান করা হয়।
সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পিপি কপিল উদ্দিন বাবুল, রোটা মিন্টুর রঞ্জন ধর, রোটা ডা. কামরুল ইসলাম, রোটা ডা. নজমুল হক, রোটা আছি আহমদ. রোটা ট্রেজারার মোহাম্মদ কয়েছ আহমদ, জয়েন্ট সেক্রেটারি গুলজার আহমদ চৌধুরী, রোটা জয়নাল আবেদীন, রোটা মো. মনছুর আহমদ, রোটা এডভোকেট আবু সাদেক রিপন, প্রদান অতিথির বক্তব্য ডিজি মতিউর রহমান বলেন, আর্থ সমাজিক অবস্থার উন্নয়নে রোটারিয়ানদের ঐক্ষ্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। বিজ্ঞপ্তি