1. mdjoy.jnu@gmail.com : admin : Shah Zoy
  2. satvsunamgonj@gmail.com : Admin. :
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৭:১১ অপরাহ্ন
  •                          

হাওরাঞ্চলের কথা ইপেপার

ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গলসহ সিলেট বিভাগ পর্যটনের জন্য একটা আকর্ষনীয় অঞ্চল ——প্রধান উপদেষ্টার মূখ্য সচিব ভোলাগঞ্জ সাদা পাথর ও জাফলংয়ের পাথর লুটপাটকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা —জেলা প্রশাসক দিরাই -শাল্লার সার্বিক উন্নয়নের জন্য জমিয়তে উলামের মনোনিত ব্যক্তিকে ভোট দিয়ে সংসদে পাঠানোর আহবান কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ড. শুয়াইব আহমদ আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কিনা সময়ই বলে দেবে – সিলেটে সিইসি ধর্মপাশায় ডাঃ রফিক চৌধুরী হাইস্কুলের ক্যাম্পাস উদ্ভোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা শাল্লায় এক প্রবাসীর বাড়ীতে ভাংচুর ও লুটপাটের ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও মামলা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করছেন ক্ষতিগ্রস্থরা নির্বাচনের কথা শুনলেই অনেক উপদেষ্টার মুখ কালো হয়ে যায়: মেজর হাফিজ সিলেট আলহামরা শপিং সিটি’র নুরানী জুয়েলার্সে রহস্যজনক চুরি ভোলাগঞ্জে টাস্কফোর্সের বড় অভিযান সুনামগঞ্জ-৪ আসনে জমিয়তের মনোনয়ন প্রত্যাশী   মুখলিছ চৌধুরীর গণসংযোগ ও নির্বাচনী প্রচারনা

রেণুপ্রভা-প্রিয়রঞ্জন ফাউন্ডেশনের পট্ঠান পাঠ ও সংঘদান সম্পন্ন

Reporter Name
  • আপডেট করা হয়েছে বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ২১১ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া :: চট্টগ্রামের রাউজান উপজেলার ধূমারপাড়া আনন্দ বিহার’র বিশিষ্ট উপাসক প্রিয় রঞ্জন বড়ুয়া ও ত্বদীয় সহধর্মিণী রেণু প্রভা বড়ুয়া’র ৩য় প্রয়াণ বার্ষিকীতে তাঁদের এবং পরলোকগত জ্ঞাতিবর্গের পুণ্যস্মৃতি স্মরণ ও পরিবারপরিজনসহ জ্ঞাতিবর্গের মঙ্গল কামনায় ভৈষজ্য সংঘদান ও পরিত্র ত্রিপিটক থেকে মঙ্গলপরিত্রাণসহ অন্তরায় বিনাশক পট্ঠান পাঠ অনুষ্ঠান ০৩ মার্চ, শুক্রবার রেণুপ্রভা-প্রিয়রঞ্জন ফাউন্ডেশন কার্য়ালয় স্বপ্নীল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সুদর্শন মহাবিহারের মহাধ্যক্ষ ভদন্ত জ্ঞানবিরিয় মহাথের’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যোগাযোগ বিষয়ক সম্পাদক ভদন্ত পুন্নানন্দ থের, অনুষ্ঠানের উদ্বোধন করেন অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব শাসনরত্ন সুমিত্তানন্দ থের, প্রধান ধর্মদেশক ছিলেন ভদন্ত সুমনানন্দ থের। ভদন্ত জ্ঞানেন্দ্রিয় ভিক্ষুর সঞ্চালনায় সদ্ধধর্মদেশক ছিলেন ভদন্ত ভদন্ত করুণানন্দ ভিক্ষু, সংঘমিত্র ভিক্ষু, ইন্দ্রশ্রী ভিক্ষু, সুবীরানন্দ ভিক্ষু, জ্যোতিবংশ ভিক্ষু। পঞ্চশীল প্রার্থনা করেন বিজয় কুমার বড়ুয়া, স্বাগত ভাষন প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ’র নির্বাহী সদস্য সমীরণ বিকাশ বড়ুয়া, শুভেচ্ছা বক্তব্য রাখেন বৃহত্তর হোয়ারাপাড়া বৌদ্ধ কল্যাণ সমিতি-চট্টগ্রাম মহানগর’র সভাপতি ডাঃ অনিল কান্তি বড়ুয়া, মিলন কান্তি বড়ুয়া, ডা. প্রমোতেষ বড়ুয়া, নেপাল বড়ুয়া, সজল বড়ুয়া, কাজল কান্তি বড়ুয়া, প্রবারণ বড়ুয়া, কনক বড়ুয়া, উজ্জ্বল বড়ুয়া মিন্টু, চন্দন বড়ুয়া নান্টু, পলাশ বড়ুয়া, শাওন বড়ুয়া শুভ, ধন্যবাদ জ্ঞাপন করেন লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া। অনুষ্ঠানে রেণুপ্রভা-প্রিয়রঞ্জন ফাউন্ডেশনের কল্যাণমিত্র ও প্রমূখ গ্রামবাসীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি শুক্রবার পিতা মাতার তৃতীয় প্রয়াণ বার্ষিকী উপলক্ষে তাঁদের কনিষ্ঠ সন্তান উৎফল বড়ুয়া’র সিলেটের বাসায় রাঙ্গামাটি পার্বত্য জেলা রাজবন বিহার থেকে আগত পূজনীয় ভিক্ষু সংঘদের নিয়ে মহতি সংঘদান অষ্টপরিষ্কার দান ও শিক্ষা সামগ্রী দান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন