স্টাফ রিপোর্টার:
রাষ্ট্রপতি পুলিশ পদকে ভূষিত হওয়ায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ড কর্তক সিলেট পুলিশ সুপারকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার বিকালে সংবর্ধনা দেয়।
সিলেট জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, পিপিএম মহোদয় পুলিশ সপ্তাহ ২০২৪ এ রাষ্ট্রপতি পুলিশ পদকে (পিপিএম-সেবা) ভূষিত হন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ড কর্তক পুলিশ সুপার মহোদয়কে সংবর্ধনা প্রদান করা হয়।
উল্লেখ্য পুলিশ সপ্তাহ ২০২৪ এ সাহসিকতাপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ সিলেট জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন মহোদয় কে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) প্রদান করা হয়। গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা, শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য তিনি পিপিএম-সেবা পদকে ভূষিত হন।
এ ব্যাপারে সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো: সম্রাট তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।