স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের রাজনীতিতে নারীর নেতৃত্ব নারীর ক্ষমতায়নকে ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আন্তরিকভাবে কাজ করছেন। অপরাজিতাদের সংলাপ অনুষ্টানে প্রধান অতিথি’র বক্তব্যে সিলেট—সুনামগঞ্জ সংরক্ষিত আসনের এমপি রুমা চক্রবতীর্ এসব কথা বলেন।
সোমবার দুপুরে সিলেটের একটি অভিজাত হোটেলে সংলাপে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সহ—সভাপতি নাজনীন হোসাইন, সুনামগঞ্জের সলুকবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরে আলম ছিদ্দিকী তপন, মৌলভীবাজারের নাজিরবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন, সিলেট জেলা জাসদের সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া প্রমুখ। সিলেট বিভাগীয় অপরাজিতার সভাপতি সালমা বাছিতের সভাপতিত্বে সাধারন সম্পাদক ডা: নাজরা চৌধুরীর সঞ্চালনায় দিনব্যাপী সংলাপ সম্পন্ন হয়। হ্যালভেটাস বাংলাদেশে সার্বিক সহযোগিতায় সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে অপরাজিতার সিলেট জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক অপরাজিতা নারী নেত্রী, গণমাধ্যমকমীর্রা। প্রোগ্রাম সমন্বয়কারী সেফালী বেগমসহ অপরাজিতার কর্মকতার্—কর্মচারীরা।
সংলাপে বক্তারা বলেন, বাংলাদেশের রাজনীতিতে নারীদের সমান ক্ষমতার পাশাপাশি সমান গুরুত্ব দিতে হবে এবং নারীদের অধিকার আদায়ে আরও বেশী কার্যকর ব্যবস্থা নিতে হবে সরকারকে। কারণ দেশের অর্ধেক জনগোষ্টি নারী। পুরুষের পাশাপাশি নারীদের সঠিকভাবে কাজে লাগাতে পারলেই সত্যিকার অর্থে স্মার্ট বাংলাদেশে পরিনত হবে।