মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা যুবলীগের সহসম্পাদক আব্দুল জলিল তোলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার ভুকশিমইল ইউনিয়নের রসুলগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জলিল ওই ইউনিয়নের বাদে ভূকশিমইল গ্রামের বাসিন্দা।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, জলিলের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। বিকেলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। রবিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে।