বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীতে কাজ করার দাবিতে মানববন্ধন করেছে বালু পাথর শ্রমিকরা। উপজেলার যাদুকাটা নদীতে দীর্ঘ এক বছর ধরে বালি মহাল ইজারা বন্দোবস্ত না হওয়ায় নদীপাড়ের বালু পাথর শ্রমিকরা বেকার জীবন কাটাচ্ছে। মঙ্গলবার বেলা ১১টায় যাদুকাটা নদীর তীর সংলগ্ন ঘাগড়া কুড়িয়ারপাড়ে যাদুকাটা নদীতে কাজ করার দাবিতে সামাজিক দুরত্ব বজায় রেখে মানববন্ধন করেছে বালু পাথর শ্রমিকরা।
যাদুকাটা নদী ব্যবসায়ী সমিতি ও শ্রমিক সমিতির যৌথ আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন বালুপাথর ব্যবসায়ী সাহিদ আলী, রইছ উদ্দিন, বিলাল মিয়া, আব্দুল মুতালিব, ইকবাল হোসেন, জাহাঙ্গীর আলম, গোলাম রব্বানী, শ্রমিক সাইফুল ইসলাম, জুনাইদ, সুফিয়ান কামাল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, আমরা দিনে আনি দিনে খাই। গত এক বছর ধরে নদী বন্্ধ থাকায় ছেলে মেয়ে নিয়ে অনাহারে অর্ধাহারে আছি । আমরা কাজ করে খেতে চাই। বক্তারা আরো বলেন, নদীতে কাজ না থাকলে এলাকাতে চুরি ডাকাতি বৃদ্ধি পাবে। আইন শৃঙ্খলা অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করছি। তা না হলে আমাদের পরিবার নিয়ে পথে বসতে হবে।