সিলেট যুব সমাজ সংগঠন এর উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সিসিক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী বলেন,যুব সমাজ ও ছাত্রসমাজ এর মাধ্যমে দেশ পরিবর্তন হয়, তিনি আরও বলেন , যতদিন পর্যন্ত ন্যায়ার পক্ষে কাজ করবে সিলেট যুব সমাজ সংগঠন তথদিন পর্যন্ত আমি পাশে থাকবো।
সংগঠনটির সভাপতি মো: জালাল আহমেদ হৃদয় এর সভাপতিত্বেও মো: সাইদ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট যুব সমাজ সংগঠন এর সদস্য বদরুল ইসলাম চৌধুরী হাসান, তিনি বলেন সংগঠন সহ সবার ঐক্য থাকলে আমরা আমাদের কাঙ্কিত লক্ষে পৌছাতে কোন বাধা থাকবেনা।
এ সময় আরও বক্তব্য দেন, সামসুদ্দিন চৌধুরী, জনাব দিনার হেসেন হাসু, আব্দুর রাজ্জাক, আ: মুহিত জাবেদ,ফজলুল হক মওদুদ, মাহফুজুর রহমান, মুজাফ্ফর হোসেন, জাবেদুর রহমান, নিজাম হোসেন। এছারাও আরো বক্তব্য দেন সিলেট যুব সমাজ সংগঠন এর সাধারণ সম্পাদক, আনোয়ার হোসেন সহ সদস্য বৃন্দগন। এসময় উপস্থিত ছিলেন, সহ সভাপতি : স্বপন আহমেদ ,সহ: সাধারণ সম্পাদক : মো: আব্দুর রহিম ক্যাসিয়ার: মো: সাহ আলম, ধর্ম সম্পাদক : সৈয়দ নয়ন আহমেদ, যুগ্ন সাধারন সম্পাদক : আবুল কালাম প্রচার সম্পাদক : মো: মির্জা আক্তার সহ: প্রচার সম্পাদক : আব্দুল মুমিন আহমেদ ক্রিয়া সম্পাদক : মো: মারজান খান, সহ ক্রিয়া সম্পাদক আরমান আহমেদ প্রমুখ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগন ।