জেলার জুড়ীতে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে আবু সাঈদ (৮) এক কোমলমতি শিশু নিহত হয়েছে। ঘটনাটি বুূধবার (১৫ জানুয়ারী) বিকেলে জায়ফর নগর ইউনিয়নের খালের মুখ এলাকার নয়াগ্রাম ফিরুজ মিয়ার বাড়ীর সামনের রাস্তায় ঘটেছে। নিহত আবু সাঈদ জুড়ী উপজেলার জায়ফর নগর ইউনিয়নের আব্দুল আজিজের পুত্র। শিশুটি স্থানীয় ব্র্যাক-প্রাইমারি স্কুলের ২য় শ্রেণীতে পড়ত। জানা গেছে, ওই দিন আবু সাঈদ তার বাড়ির সামনের রাস্তার পাশে খেলারত অবস্থায়মাটিবোঝাই ( নম্বরবিহীন) ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। জুড়ী থানা ওসি মোর্শেদুল আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার সময় ঘাতক ট্রাক চালক তড়িগড়ি করে পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলারপ্রস্ততি চলছিল।