স্টাফ রিপোর্টার:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন (তৃতীয় ধাপ) ২০২১ সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগ জাপা ও স্বতন্ত্রসহ ৭জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছিল। বৃহস্পতিবার যাচাই বাছাইয়ের দিন ধার্য্য ছিল। মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদে ঋণ খেলাপীর অভিযোগে ৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
নির্বাচন অফিস সুত্র জানায়,মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলকারী প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির মনোনিত শামীম আহমদ, স্বতন্ত্র আব্দুস সালাম ও স্বতন্ত্র মশররফ হোসেন মশির ঋণ খেলাপীর দায়ে মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন।
সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা উত্তম কুমার রায় বিষয়টি নিশ্চিত করে জানান, মোল্লাপাড়া ইউণিয়ন পরিষদ নির্বাচনে ৭ জন প্রার্থীর মধ্যে ৩ জন প্রার্থীল মনোনয়ন বাতিল করা হয়েছে। বাতিলকৃতদের মধ্যে জাতীয় পার্টি মনোনিত লাঙ্গল প্রতিকের শামীম আহমদ, স্বতন্ত্র আব্দুস সালাম ও মশররফ হোসেন মশির ঋণ খেলাপীর দায়ে মনোনয়ন বাতিল করা হয়েছে।