সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, দীর্ঘ ১৭ বছর টানা সংগ্রম ও ছাত্রজনতার আন্দোলনে হাজারো শহীদদের রক্তের বিনিময়ে আমরা তাদের জন্য দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। সেই অর্জিত স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। আমরা দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত ছিলাম, দীর্ঘদিন ধরে আপনাদের ভোটাধিকার ফিরিয়ে আনতে আমরা আন্দোলন করেছি। বিগত দিনে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে অনেক উন্নয়ন করেছি। আমিও সব সময় নিজ অবস্থান থেকে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের উন্নয়নে নিজেকে নিয়োজিত রেখেছি। সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম. সাইফুর রহমান সিলেটের জন্য অনেক উন্নয়ন করেছেন।
গোলাপগঞ্জের সাথে বাঘা ইউনিয়নের সড়ক সংযোগ করতে আমি সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের কাছে অনুরোধ জনিয়েছিলাম, তিনি সাড়াও দিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয় তার আগে সরকার পরিবর্তন হওয়ার জন্য আমরা সেটি করতে পারিনি। শুধু অবকাঠামোগত উন্নয়ন হলেই হবে আমাদেরকে শিক্ষায়ও অগ্রসর হতে হবে। নিজ নিজ মেধা দিয়ে দেশেই উন্নয়নে কাজ করতে হবে। একটি সুন্দর মেধাভিত্তিক সমাজ গড়তে বইয়ের বিকল্প নেই।
বৃহস্পতিবার সালাম মকবুল উচ্চ বিদ্যালয় কনফারেন্স হলে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত গ্রন্থাগার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুস সালামের সভাপতিত্বে এবং লাইব্রেরি বাস্তবায়ন পরিষদের আহবায়ক হোসেন আহমদ ও সদস্য জুমন আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী জাহিদুল ইসলাম।
এমরান আহমদ চৌধুরী আরো বলেন, আমরা যদি ক্ষমতায় যাই,তাহলে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যপক উন্নয়ন করব, একা কোন ব্যক্তির পক্ষে এসব উন্নয়ন করা সম্ভব না। এর জন্য অবশ্যই সরকারি ভাবে বৃহৎ আকারে কাজ করতে হবে,এবং আমরা সেটাই করব।
গ্রন্থাগার প্রতিষ্ঠার পিছনে যারা জড়িত তাদেরকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আপনারা যে মহৎ কাজ করেছেন, এর জন্য আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই। তিনি বলেন একটি মেধাভিত্তিক জাতি গড়তে বইয়ের বিকল্প নেই। তিনি সবাইকে বেশি বেশি করে বই পড়তে আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক তামিম এহিয়া আহমদ, সালাম মকবুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু কৃপাময় চন্দ্র চন্দ, সালাম মকবুল উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক কাজী মাওলানা আব্দুল মুকিত, সিলেট জেলা বিএনপির সদস্য ছালেহ আহমদ গেদা মিয়া, করিম উল্লাহ মার্কেট সভাপতি আব্দুল ওদুদ পাভেল, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সদস্য রাহুল হোসেন সাহেল।
বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন- সহকারী শিক্ষিকা তাহমিনা বেগম, এছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে বাংলা ও ইংরেজিতে কবিতা আবৃত্তি করা হয়।
বাস্তবায়ন পরিষদের মধ্য থেকে উপস্থিত ছিলেন- শামীম আহমদ, সৈয়দ দিলোয়ার, ফখরুল আলম, সাব্বির আহমদ, সৈয়দ রাসেল আহমদ, হায়দার আহমদ রাজু, রায়হান আহমদ সজল, হাবিবুর রহমান, জিয়াউল ইসলাম, শাহ আলম প্রমুখ।