হাওরাঞ্চলের কথা :: পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় শ্রমজীবী মানুষের মধ্যে মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষ থেকে বুধবার (১২ এপ্রিল) বাদ আছর নগরীর কুমারগাঁও এলাকায় ইফতার বিতরণ করা হয়েছে।
ইফতার বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জগদীশ চন্দ্র দাস।
মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা উপদেষ্টা লোকমান মির্জার সভাপতিত্বে ও সভাপতি জিল্লুর রহমান এর পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট এ এফ এম রুহুল আনাম চৌধুরী মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুলবুল আহমদ, এডভোকেট কাওসার আহমদ, জুবের আহমদ সুমন, ইসুব মিয়া, সুজন মিয়া, মনির হোসাইন, লয়লুছ চৌধুরী, মুহিবুর রহমান, মুহিব ফয়সল আহমদ, সোহেল আহমদ, আব্দুর রশিদ প্রমুখ। ইফতার বিতরণ শেষে দোয়া পরিচালনা করেন হাফিজ মাহবুবুর রহমান রাশেদ।