হবিগঞ্জের মাধবপুরে জায়গা নিয়ে বিরোধের জের ধরে শিক্ষার্থীর গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
এই ঘটনায় ওই শিক্ষার্থী মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়, মাধবপুর উপজেলার কুটানিয়া গ্রামের সাঈদ সোহেল নামে এক শিক্ষার্থীর সঙ্গে একই গ্রামের আলী নেওয়াজের জায়গা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। গত ৪ সেপ্টেম্বর রাতে সাঈদ সোহেলের বাগানের ফলজ জাতীয় ৪০ টি গাছ কেটে ফেলা হয়। এই ঘটনায় সাঈদ সোহেল বাদি হয়ে পরদিন ৫ সেপ্টেম্বর আলী নেওয়াজ সহ ৫ জনের নাম উল্লেখ করে মাধবপুর থানায় একটি একটি অভিযোগ করেন। শিক্ষার্থী সাঈদ সোহেল জানান, আলী নেওয়াজের সঙ্গে তাদের একটি জায়গা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে । জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে আলী নেওয়াজ ও তার লোকজন তার বাগানের গাছ গুলো কেটে ফেলেছে।
আলী নেওয়াজের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও না পেয়ে তার মা’র সঙ্গে কথা বললে তিনি জানান, তার ছেলের সঙ্গে একটি জায়গা নিয়ে সাঈদ সোহেলদের সঙ্গে বিরোধ চলছে।
এই ব্যাপারে গ্রাম পুলিশ ইউনুস মিয়া জানান, গাছ গুলো কে কেটেছে সেটা তিনি দেখেন নি। সাঈদ সোহেল এর অনেক গুলো গাছ কেটে ফেলা হয়েছে সেটা টিক।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযোগ টি তদন্ত করে দেখা হচেছ।