স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উদ্যোগে মাদক দ্রব্য নিয়ন্ত্রনে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে যুব সমাজের ভুমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ইসলামিক ফাউন্ডেশন কনফারেন্স রুমে অনুষ্টিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো: জাহিদ হোসেন মোল্লা। অনুষ্ঠান পরিচালনা করেন সুনামগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রনের সহকারী পরিচালক হায়দার রাসেল। এ সময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক শাহিনুর আলম, ইসলামিক ফাউন্ডেশনের উপ—পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য প্রশিক্ষন কর্মকতার্ ওমর ফারুক প্রমুখ।
সেমিনারে বক্তারা বলেন, বর্তমান যুগে যুব সমাজকে ভয়াল মাদকের কবল থেকে রক্ষার জন্য প্রত্যেকটি পরিবারের প্রধানসহ পাড়া মহল্লার মুরুব্বীদের পাশাপাশি যুব সমাজের গুরুত্বপুর্ণ ভুমিকা রাখার গুরুত্ব তুলে ধরেন। নতুনা এই জাতি মাদকের ভয়াল গ্রাসে নিমজ্জিত হয়ে দেশ ও জাতিকে ধ্বংশ করে দিবে। তাই এখনই মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে যুব সমাজকেই এগিয়ে আসতে হবে। অনুষ্ঠান শেষে রুদ্র সাইফুল সম্পাদিত ‘শতবর্ষে বঙ্গবন্ধু’ বইটি সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখতের হাতে তুলে দেন সহকারী পরিচালক হায়দার রাসেল।