হাওরাঞ্চলের কথা :: মহানগর স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে ১৬,১৭,১৮ নং ওয়ার্ডে তথ্য উপাত্ত ফরম বিতরণ করা হয়েছে। আজ শনিবার বাদ এশা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ১৬,১৭,১৮ ওয়ার্ডের টিম প্রধান আবু সালেহ মোঃ তাহের-এর সভাপতিত্বে, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য দুলাল আহমেদ ও সোবহান আজাদ-এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব)।
১৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক লিটন আহমেদের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে তথ্য উপাত্ত ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছর খাঁন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ তোহেল, যুগ্ম আহবায়ক মাসুম ইবনে রাজ্জাক রুমেল, রুনু আহমদ, ওসমান হারুন পনির, আজিজ খান সজীব, রায়হানুদ্দিন রাজু, সামাদ হোসেন, সাইফুল আলম কোরেশি, ১৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা এফ রহমান সায়েফ, স্বাগত বক্তব্য রাখেন ১৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক এম এন হাসান সাগর,সদস্য সচিব মামুনুর রশিদ, রায়হান আহমদ রনি, ১৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মাছুম আহমেদ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে প্রায় শতাধিক নেতৃবৃন্দের মধ্যে তথ্য উপাত্ত ফরম বিতরণ করা হয়।