1. mdjoy.jnu@gmail.com : admin : Shah Zoy
  2. satvsunamgonj@gmail.com : Admin. :
শনিবার, ২২ মার্চ ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন
  •                          

হাওরাঞ্চলের কথা ইপেপার

মধ্যনগরে হাওরে দেশি মাছ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় অভিযান

Reporter Name
  • আপডেট করা হয়েছে সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় বিভিন্ন হাওরের দেশীয় প্রজাতির মাছ ও জীবৈচিত্র সংরক্ষণে রবিবার অদ্য ২/০২/ ২০২৫ ইং তারিখ উপজেলা প্রশাসন মধ্যনগর ও সিনিয়র উপজেলা মৎস্য অফিস ধর্মপাশা, সুনামগঞ্জ এর উদ্যোগে বেলা ১১.০০ হতে বিকাল ৩.০০ টা পর্যন্ত মধ্যনগর উপজেলার অংশ টাঙ্গুয়ার হাওরের তেকুইন্না, বাল্লারডোবা ও বেরবেইরা বিলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মোট ২৪ টি চায়না দুয়ারি নিষিদ্ধ জাল জব্দ করা হয়। জালগুলোর দৈর্ঘ্য প্রায় ৪০০ মিটার ও আনুমানিক মুল্য প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা। জালগুলে সংশ্লিষ্ট বিলের পাড়ে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়াও বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরার যন্ত্র বিষয়ে অভিযান পরিচালনা করা হয় কিন্তু এ সংশ্লিষ্ট আইন অমান্যকারী কাউকে পাওয়া যায়নি। অভিযান পরিচালনা করেন মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার, উজ্জ্বল রায়, জেলা মৎস্য অফিসার মো: শামশুল করিম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, ধমর্মপাশা মোঃ মাহমুদুর রহমান, মধ্যনগর থানার এস আই, জনাব মো: আলমগীর হোসেন, পুলিশ সদস্য, আনসার সদস্য ও অন্যান্য স্থানীয় জনগন উপস্থিত ছিলেন। ধর্মপাশা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাহমুদুর রহমান বলেন, হাওরে দেশীয় প্রজাতির মাছ ও জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন