সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে গত রাতে নিজ এলাকা থেকে ৩ জন ওয়ারেন্ট ভোক্ত পলাতক আসামি গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ।
এসআই তপন চন্দ্র দাস, এএসআই মোঃ মহিনুর, এ.এসআই মোঃ আব্দুর রউফ সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া ননজিআর-০৭/২৩ (মধ্যনগর) এর ১. মোঃ রোকন মিয়া (৩৭),পিতা-মৃত আব্দুল আলী, গ্রাম – দোলাশিয়া, ২.মোকশেদ মিয়া (৫৫),পিতা-মৃত মাজম আলী, গ্রাম -দুলাশিয়া, ননজিআর-৪৪/২১(মধ্য:) এর আসামী ১.মোঃ আঃ খালেক (৫০),পিতা-আব্দুল আজিজ,গ্রাম -হরিনাকান্দি, সহ সর্ব মোট-০৩ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সজিব রহমান বলেন, তারা ওয়ারেন্ট ভোক্ত পলাতক আসামি ৩ জনে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।