ধর্মপাশা প্রতিনিধিঃ সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ০১(এক) কেজি গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ।
মধ্যনগর থানার এসআই পান্না লাল দেব সঙ্গীয় ফোর্স সহ ২৫/০৮/২০২৪ তারিখ রাত ০১.৩০ মিনিটের সময় বিশেষ অভিযানে ১নং বংশীকুন্ডা উত্তর ইউপির অর্ন্তগত নবাবপুর গ্রামের মৃত বশির উদ্দিন এর স্ত্রী মোছাঃ রেনু আক্তার (৭০) এর নিজ বসত ঘর হইতে স্থানীয় জনগন কর্তৃক ০১(এক) কেজি গাঁজা, মূল্য অনুমান-২০,০০০/-(বিশ হাজার)টাকা সহ মাদক ব্যবসায়ী মোছাঃ রেনু আক্তার(৭০), স্বামী-মৃত বশির উদ্দিন, মাতা-মৃত তরিকের মা, গ্রাম নবাবপুর, ১নং বংশীকুন্ডা উত্তর ইউপি, থানা-মধ্যনগর তাকে গ্রেফতার করা হয়।উক্ত বিষয়ে মধ্যনগর থানায় একটি মামলা হয়েছে মামলা নং-০৪,।
মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ এমরান হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এককেজি গাঁজা সহ এক জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।