1. mdjoy.jnu@gmail.com : admin : Shah Zoy
  2. satvsunamgonj@gmail.com : Admin. :
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন
  •                          

হাওরাঞ্চলের কথা ইপেপার

ব্রেকিং নিউজ
নির্বাচন যত দেরী হবে দেশ তত পিছিয়ে যাবে- সিলেটে মির্জা ফখরুল প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করণে নির্বাচন কমিশনের দৃশ্যমান কর্মতৎপরতা চাই- জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ব্যারিস্টার নাজির মধ্যনগর পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভোক্ত দুইজন আসামি গ্রেপ্তার মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় কাপড়সহ একজন গ্রেপ্তার অস্ত্র-বিস্ফোরক ও সাইবার মামলার আসামী প্রতারক মামুনকে গ্রেফতারে মরিয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিলেটে গ্লোবাল টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তি পালিত আদালত অবমাননার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সিলেটে ভুয়া ওয়ারেন্টে গ্রেফতারকৃত ব্যবসায়ী ও সাংবাদিক কাওছার জামিনে মুক্ত : তদন্ত কমিটি গঠিত বিএন পি আগামী নির্বাচনে বিজয়ী হলে দেড় বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে- আমির খসরু সিলেটে ভূয়া ওয়ারেন্ট দেখিয়ে ব্যবসায়ীকে গ্রেফতারে চাঞ্চল্যের সৃষ্টি

ভুল পরিকল্পনায় ব্যর্থ বিএনপি

নিউজ ডেস্ক
  • আপডেট করা হয়েছে রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে
ভুল পরিকল্পনায় ব্যর্থ বিএনপি
ভুল পরিকল্পনায় ব্যর্থ বিএনপি

সরকার পতনের যুগপৎ আন্দোলন, দেশব্যাপী সমাবেশ-মহাসমাবেশ, কূটনৈতিক তৎপরতাসহ প্রায় সব কর্মকাণ্ডেই ব্যর্থ হয়েছে বিএনপি। এ ব্যর্থতার জন্য দায়ী দলের শীর্ষ নেতাদের ভুল পরিকল্পনা। এমনকি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের আগে শরিক দলগুলোর মতামত না নেয়াও ছিল ভুল সিদ্ধান্ত। এ নিয়ে বিএনপির প্রতি ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কয়েকটি শরিক দলের শীর্ষ নেতারা।

 

সম্প্রতি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়াল উপস্থিতিতে বিএনপির সঙ্গে এক বৈঠক শেষে এ ক্ষোভ প্রকাশ করেন তারা।

 

বৈঠক সূত্র জানায়, বিএনপির পুরনো ভুল শোধরাতে ও ভবিষ্যৎ করণীয় নিয়ে সঠিক পরিকল্পনা করার পরামর্শ দেয় শরিক দলগুলো। তবে তাদের মতামতের গুরুত্ব দেননি তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপির পরিকল্পনায় কোনো ভুল ছিল না। সিনিয়র নেতারা মাঠে না যাওয়ায় আন্দোলনে সফলতা আসেনি।

 

১২ দলীয় জোটের শরিক গণতন্ত্র মঞ্চের শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, বৈঠকে বিএনপিকে পুরনো ভুল ধরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া আপাতত কঠোর আন্দোলনে না গিয়ে সভা-সমাবেশের মাধ্যমে জনসম্পৃক্ত কর্মসূচি পালনের পরামর্শ দেওয়া হয়েছে।

 

বৈঠক সূত্রে আরো জানা গেছে, শরিক দলগুলো নানা পরামর্শ দিলেও তা গুরুত্বের সঙ্গে নেয়নি বিএনপি। উল্টো তাদের মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন তারেক রহমান। শরিকদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জোটে থাকতে হলে বিএনপির সিদ্ধান্ত ও পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে।

 

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডে ভুল সিদ্ধান্ত নেয়া বিএনপির পুরনো অভ্যাস। এ কারণে ব্যর্থতাও তাদের নিত্যসঙ্গী। সবশেষ সরকার পতন আন্দোলন, নির্বাচন বর্জনসহ নানা কর্মসূচিতে ব্যর্থ হওয়ার পেছনে বিএনপির শীর্ষ নেতৃত্ব দায়ী। তাদের দূরদর্শিতার অভাবেই দলীয় ও জোটগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিএনপি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন