হাওরাঞ্চলের কথা :: সকল শিশুদের ভিটামিন এ প্লাস খাওয়াতে টিকা কেন্দ্রে নিয়ে আসার আহবান জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। মহানগরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।
সোমবার (২০ ফেব্রুয়ারি) সারা দেশের মতো সিলেট সিটি কর্পোরেশনে পালিত হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। সিলেট সিটি কর্পোরেশনের বিনোদীনি নগর মাতৃসদনে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে কর্মসূচীর উদ্বোধন করেন সিসিক মেয়র।
কর্মসূচীর আওতায় নগরের ৪২ ওয়ার্ডে একযোগে নিয়মিত, অস্থায়ী ও অতিরিক্ত টিকা কেন্দ্রে ৭৮ হাজার ১২৯ শিশুকে ভিটামিন এ প্লাস প্রদান করা হয়।
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ৮৮৬৫ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬৯২৬৪ জন শিশুকে এর আওতায় আনা হয়েছে। সিসিকের ৪২ ওয়ার্ডে ২২৩ টি ইপিআই টিকা কেন্দ্র, নিয়মিত ২০টি, অস্থায়ী ৮২টি এবং অতিরিক্ত ২৩টি কেন্দ্রে ভিটামিন এ খাওয়ানো হয়। কর্মসূচী বাস্তবায়নে ৬৯৬ জন স্বেচ্ছাসেবি ও সিসিকের স্বাস্থ্য বিভাগের কর্মীরা দায়িত্ব পালন করেন।
ক্যাম্পেইনের উপস্থিত ছিলেন- সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীগণ।