এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (এসিএমবিএফ) এর আয়োজনে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শহিদ মুক্তিযোদ্ধা শহীদ জগৎ জ্যোতি পাবলিক লাইব্রেরির হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসিএমবিএফ’র সুনামগঞ্জ জেলা পরিচালক কারী এম তাজুল ইসলাম তারেক’র সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক জহির আহম্মেদ সোহেল’র সঞ্চালনায়। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্ঠাতা-পরিচালক মো. দুলাল মিয়া।
অনুষ্ঠানে উদ্ধোধনী বক্তব্য রাখেন-মুক্তিযোদ্ধা মো: আবুল হোসেন। এসিএমবিএফ’র সাংগঠনিক সম্পাদক, ইত্তেফাক-নিউ নেশনের সাংবাদিক মো. শাহ্ জামাল।
আরো বক্তব্য রাখেন-বাংলাদেশ টু ডে/মুক্ত খবরের সাংবাদিক ও অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এ কে এম মিলন, , মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব শাহিন আহম্মেদ, এসিএমবিএফ’র সুনামগঞ্জ সদর উপজেলা আহবায়ক মো: উম্মর আলী, সদস্য নাজমা আক্তার, হাওয়া বেগম, সালেহা আক্তার, মো: আব্দুর রশিদ প্রমুখ।