হাওরাঞ্চলের কথা :: সিলেট নগরীর শেখঘাটস্থ মানবতার ফেরিওয়ালা সাংবাদিক উৎফল বড়ুয়ার বাসায় তাদের পরমারাধ্য পিতা ও মমতাময়ী মাতা প্রিয় রঞ্জন বড়ুয়া ও রেনু প্রভা বড়ুয়া এর তৃতীয় প্রয়াণ বার্ষিকী উপলক্ষে “অষ্টপরিস্কার সহ সংঘদান, বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা ও শিক্ষা সামগ্রী দান” করা হয়।
গত ২৪ ফেব্রুয়ারি মহতি মঙ্গলময় অনুষ্ঠানে সুদূর রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজবন বিহার থেকে পরম পূজ্য সাধনানন্দ মহাস্থবির বনভান্তের অন্যতম শিষ্য বৃন্দের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত মঙ্গলজ্যোতি স্থবির, রাজবন বিহার, রাঙ্গামাটি পার্বত্য জেলা, প্রধান ধর্মদেশক ছিলেন ভদন্ত করুনানন্দ স্থবির, অধ্যক্ষ, পূর্বারাম বন বিহার, বুড়িঘাট, নানিয়ারচর, রাঙ্গামাটি, বিশেষ অতিথি ছিলেন ভদন্ত সত্য মিত্র স্থবির, রাজবন বিহার, রাঙ্গামাটি পার্বত্য জেলা, ভদন্ত দেবোত্তর স্থবির, রাজবন বিহার, রাঙ্গামাটি পার্বত্য জেলা, ভদন্ত জ্ঞানস্মৃতি স্থবির, রাজবন বিহার, রাঙ্গামাটি পার্বত্য জেলা,ভদন্ত নন্দ স্থবির, রাজবন বিহার, রাঙ্গামাটি পার্বত্য জেলা, ভদন্ত লোকজিৎ ভিক্ষু, রাজবন বিহার, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
এসময় পূজনীয় ভান্তেরা বলেন, মানুষ মরে যাওয়া পর তাঁর দুটি কর্মই সাথে যাবে ‘একটি হলো ভালকর্ম, আরেকটি হলো খারাপ কর্ম’। ইহকাল মানুষ তাঁর ভাল কর্মের জন্য মানুষের মাঝে বেঁচে থাকবে,আর পরকালে ভাল কর্মের জন্য ভালো পুরস্কার পাবে আর খারাপ কর্মের জন্য শাস্তি ভোগ করবে। তাই পরকালে যেন আমাদের শাস্তি ভোগ করতে না হয় দূর্লভ মানুষ জন্মে ইহকালে সে কর্ম সম্পাদন করতে হবে।