নিউজ ডেস্ক ::মৌলভীবাজারে ভারতে পালানোর উদ্দেশ্যে ক্যাম্প থেকে পালিয়ে আসা তিন রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
গত শনিবার (১৩ মে) মৌলভীবাজার সদর উপজেলার শ্যামেরকোণা (কাচারি বাজার) এলাকা থেকে দুজন রোহিঙ্গা নারী ও একজন যুবককে স্থানীয়রা আটক করে।
আটককৃত রোহিঙ্গারা হলেন- কক্সবাজারের উখিয়ার সবুল্লাকাটা রোহিঙ্গা ক্যাম্পের মৃত নুর আলমের মেয়ে হাশিমা (২২), উঞ্চিয়া ক্যাম্পের সিরাজুল ইসলামের মেয়ে সাজিদা (১৮) ও বালুখালি ক্যাম্পের আবুল হাসিমের ছেলে মুজিবুর রহমান (১৭)। তারা সকলেই মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে শ্যামেরকোণা বাজারে দুজন নারী ও একজন যুবক ঘুরাঘুরি করছিল। তাদের কথাবার্তায় কিছুটা ভিনদেশি মনে হওয়ায় সন্দেহ হয়। পরে স্থানীয়রা চাঁদনিঘাট ইউনিয়নের চেয়ারম্যান আক্তার উদ্দিনকে খবর দিলে তিনি সেখানে উপস্থিত হন। তখন তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা কক্সবাজারের উখিয়া থেকে এসেছেন বলে জানান।
তারা জানায়, কুলাউড়া উপজেলার রবিরবাজার যেতে এসেছিলেন। সেখানে মসজিদের পাশে তাদের লোকজন রয়েছে। লোকেরা তাদের পার্শ্ববর্তী দেশ ভারতে পাঠাবেন।
চাঁদনিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি আটককৃত রোহিঙ্গাদের প্রথমে আমার বাড়িতে নিয়ে আসি। পরে পুলিশকে খবর দিয়ে তাদের পুলিশের কাছে সোপর্দ করি।
মৌলভীবাজার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান বলেন, রোহিঙ্গারা চাতলাপুর বর্ডার এলাকা দিয়ে ভারতে প্রবেশের জন্য গত শুক্রবার ক্যাম্প থেকে কৌশলে পালিয়ে আসে। আটককৃত রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।