আন্তর্জাতিক ডেস্ক : ব্রিকসে আরও ছয়টি নতুন দেশকে সদস্য হিসেবে নেওয়া হচ্ছে। এ বিষয়ে অবশেষে ঐকমত্যে পৌঁছেছেন জোটের নেতারা। নতুন ছয়টি দেশকে পূর্ণ সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে বলে জানানো হয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এ তথ্য নিশ্চিত করেন।
ব্রিকসের নতুন সদস্য দেশ হিসেবে মিশর, ইথিওপিয়া, ইরান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের নাম ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ১ জানুয়ারি থেকে তা এই সদস্যপদ কার্যকর হবে। বাংলাদেশকে সদস্য করতে ভারত জোর প্রচেষ্টা চালালেও জোট নেতারা ঐক্যমতে পৌঁছাতে পারেননি।