স্টাফ রিপোর্টার:
বিসিক জেলা কার্যালয়, সুনামগঞ্জ কর্তৃক ৫ (পাঁচ) দিনব্যাপী নারী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফৌজী আরা শাম্মী, সভাপতি, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস), সুনামগঞ্জ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয়, সুনামগঞ্জের উপব্যবস্থাপক এম এন এম আসিফ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, নারীদেরকে ইচ্ছাশক্তি নিয়ে ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপনে এগিয়ে আসতে হবে। পরনির্ভরশীল না হয়ে নিজে কিছু করার চেষ্টা করতে হবে। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে শিল্পে উন্নত হওয়ার বিকল্প নেই। ব্যাপক ভিত্তিতে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প স্থাপনের মাধ্যমেই এই লক্ষ্যে পৌছানো সম্ভব। বিসিক ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প স্থাপনে ও এর বিপননে যুগের সাথে তাল রেখে অনলাইন ও অফলাইনে উদ্যোক্তাদেরকে বিভিন্ন সেবা প্রদান করে দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে অন্যতম প্রধান ভূমিকা পালন করছে। উক্ত প্রশিক্ষণ কোর্সে সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ উপজেলার নারী শিল্প উদ্যোক্তাগণ অংশগ্রহণ করছেন।