স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানাধীন ধনপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের নিখুজ আনসার সদস্য আনোয়ার হোসেনকে উদ্ধার করল বিশ্বম্ভরপুর থানা পুলিশ।
পুলিশ সুত্র জানায়, উপজেলার ধনপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের মনির উদ্দিনের পুত্র আনসার ব্যাটালিয়ন সদস্য আনোয়ার হোসেনকে জিডি রুজুর ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করতে সক্ষম হয়েছে বিশ্বম্ভরপুর থানা পুলিশ। গেল ১১ জুলাই আনসার ব্যাটালিয়ন সদস্য ও সোনাতলা গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন(২৫) ঈদের ছুটি শেষে কর্মস্থল ঠাকুরগাঁওয়ে যাওয়ার পথে গাজীপুর জেলায় দুর্ঘটনায় পতিত হয় এবং বিষয়টি জানার পর থেকে আর আনোয়ার হোসেনের পিতা কোনভাবে যোগাযোগ করতে পারছিলেন না। কোন খোজ খবর না পেয়ে ভিকটিম আনোয়ার হোসেনের পিতা বিশ্বম্ভরপুর থানায় একটি জিডি রুজু করেন এবং যার জিডি নং—৫৮১, তারিখ—১৩/০৭/২০২৪ ইং।
জিডি’র পর পরই বিশ্বম্ভরপুর থানা ওসি শ্যামল বনিকের নির্দেশে এসআই শংকর চন্দ্র দেবের নেতৃত্বে একটি টিম গঠন করে তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিম আনোয়ার হোসেনকে সিলেট রিকাবীবাজার এলাকা হইতে উদ্ধার করে বিশ্বম্ভরপুর থানায় নিয়ে আসা হয়। ভিকটিমকে পুলিশি জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তার নিজ বাড়ি হইতে তার কর্মস্থল ৩৯ ব্যাটালিয়ান আনসার, ঠাকুরগাঁও যাওয়ার সময় গাজীপুর জেলায় পৌছার পর ভিকটিমের বহনকৃত গাড়িটি সড়ক দূর্ঘটনায় পতিত হয়। পরবর্তীতে ভিকটিম হাইওয়ে রাস্তায় থাকা অবস্থায় একটি দোকানের সামনে অজ্ঞাতনামা কে বা কারা তাকে অজ্ঞান করে ফেলেন। তার সাথে থাকা টাকা পয়সা ও মোবাইল পাওয়া যায় নাই। পরবর্তীতে ভিকটিমকে কে বা কারা সিলেটগামী বাসে উঠাইয়া দেয়। সিলেটে ভোরবেলা নামার পরেও ভিকটিম কোন কিছু বুঝতে কিংবা চিনিতে পারে না। এই অবস্থায় বিশ্বম্ভরপুর থানাপুলিশ সিলেট শহর থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়া আসেন। ভিকটিমকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিকটিম আনোয়ার হোসেনকে সিলেট শহরের রিকাবী বাজার এলাকা থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে এবং তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।