বিশ্বম্ভরপুর প্রতিনিধি;
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা পুলিশের উদ্যোগে বন্যাতদের মাঝে টানা ত্রাণ বিতরন করে যাচ্ছেন। জানা যায়, গত ১৪/০৬/২০২৪খ্রি. তারিখ রাত হইতে টানা বর্ষণের পানিতে বিশ্বম্ভরপুর থানাধীন সকল নদ-নদীর পানি বৃদ্ধি পাইতে থাকে। এরই ধারাবাহিকতায় ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে গত ১৮/০৬/২০২৪ খ্রিঃ তারিখ বিশ্বম্ভরপুর থানা এলাকার ২নং পলাশ ইউপির- ধরেরপাড়, বসন্তপুর, পদ্মনগর, কাচিরগাতি, ৩নং ধনপুর ইউপির-চান্দারগাঁও, মহেন্দ্রনগর, ৪নং বাদাঘাট দক্ষিন ইউপির-শ্রীধরপুর, গন্ডামারা (মুজিবপল্লি), বাঘমারা (মুজিবপল্লি), ধরেরকান্দা, শক্তিয়ারখলা, ছত্রিশ গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়। তাছাড়া ৫নং ফতেপুর ইউপির বিভিন্ন গ্রামের ভিতর ও রাস্তায় পানি প্রবেশ করেছে এবং নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত করে। উক্ত বন্যা পরিস্থতি মোকাবেলায় ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত ১৮/০৬/২০২৪ ইং তারিখ হইতে জনাব, শ্যামল বনিক, অফিসার ইনচার্জ, বিশ্বম্ভরপুর থানা, সুনামগঞ্জ মহোদয় এর নেতৃত্বে বিশ্বম্ভরপুর থানার সকল অফিসার ও ফোর্স ০২(দুই) টি টিমে বিভক্ত হয়ে উদ্ধার ও ত্রান কার্যক্রম পরিচালনা করে আসাতেছেন। এরই ধারাবাহিকতায় অদ্য ২০/০৬/২০২৪ ইং তারিখ জনাব, শ্যামল বনিক, অফিসার ইনচার্জ, বিশ্বম্ভরপুর থানা, সুনামগঞ্জ ১। সাতগাঁও উচ্চ বিদ্যালয়ে আশ্রয় গ্রহনকারী ৩৫ জন, ২। ফুলভরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়গ্রহনকারী ৪০ জন, ৩। বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ে আশ্রয়গ্রহনকারী ২৭ জন, ৪। বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়গ্রহনকারী ৪৮ জনসহ মোট ১৫০ জন আশ্রয় গ্রহনকারীদের মধ্যে দুপুরের খাবার বিতরন করেন। তাছাড়া জনাব, শ্যামল বনিক মহোদয় আরো বেশ কয়েকটি বন্যায় ক্ষতিগ্রস্থ গ্রাম পরিদর্শন করেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাবার বিতরন করেন। তাছাড়া জনাব শ্যামল বনিক এর নির্দেশে প্রতিটি আশ্রয় কেন্দ্র নিরাপত্তার কাজে নিয়োজিত গ্রাম পুলিশদের আশ্রয় কেন্দ্র ও আশ্রয় কেন্দ্রে অবস্থানরতদের সমস্যার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। জনাব শ্যামল বনিক মহোদয় জানান যে, বন্যা পরবর্তীত সময়ে পানি বাহিত রোগের পাদুর্ভাব দেখা দেয়। সেক্ষেত্রে পরবর্তীতে বিশ্বম্ভরপুর থানা পুলিশের পক্ষ থেকে খাবার বিতরনের পাশাপাশি পানি বাহিত রোগ মোকাবেলায় ঔষুধ, খাবার স্যালাইন ও ফিটকিরি বিতরন করা হবে। তিনি আরো জানান বন্যাকালীন সময় আইন শৃংখলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সেক্ষেত্রে বিশ্বম্ভরপুর থানা পুলিশের চেষ্টা অব্যাহত আছে। প্রতিনিয়ত বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে বিশ্বম্ভরপুর থানা পুলিশের ফুট পেট্রোল, মোবাইল পেট্রোল ডিউটির সাথে সাথে নৌ-পেট্রোল ডিউটি অব্যাহত আছে।