স্টাফ রিপোটার:
নামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিপুল পরিমান ভারতীয় মদের বোতল আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ২১.৪৫ ঘটিকার সময় উপজেলার পলাশ ইউনিয়নের নতুনপাড়াস্থ মোহনা স্টোর থেকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর থানার এসআই আনন্দ চন্দ্র দাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে মোহনা স্টোর নামক ফলের দোকানের ভিতর থেকে ১৪ (চৌদ্দ) বোতল ভারতীয় মদ সহ আসামী কারবারীকে আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদককারবারীর নাম জয়ময় দাশ (২৫)। শ্রীধরপুর গ্রামের -মৃত যতীন্দ্র দাশের পুত্র। সে দীর্ঘ দিন যাবৎ পুলিশের চোখ ফাকি দিয়ে অবৈধ ব্যবসা করে আসছিল। তাহার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক মদসহ আসামী আটকের সত্যতা নিশ্চিত করে জনান, মাদক ও চোরাকারবারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলবে।