সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের হালা বাদী এলাকার গণফারা গ্রামে পানিতে পড়ে এক বৃদ্ধের মৃত্যু ।
মৃত ব্যক্তি বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের হালা বাদী এলাকার ঘণপাড়া গ্রামের মৃত আহমদ আলীর ছেলে মালেক মিয়া (৯০)।
ঘটনাটি ঘটেছে বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের হালা বাদীর ঘণপাড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার ভোর রাতে।
জানা যায় ,গত বৃহস্পতিবার ভোররাত্র থেকে বৃদ্ধ মালেক কে অনেক খোঁজাখুঁজি করার পর পার্শ্ববর্তী বাড়ির গর্তে দুপুরে লাশ ভাসতে দেখলে এলাকার সু চিৎকারে সবাই এসে জড় হয় । এ খবর পেয়ে বিশ্বম্ভরপুর থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে ভাসমান লাস্ট উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন ।
এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান ,এ বিষয়ে এখনো কোন মামলার অজু করা হয় নাই তবে মামলা হলে তদন্ত সাপেক্ষে আয়নার ব্যবস্থা গ্রহণ করা হবে