স্টাফ রিপোর্টার:
সিনিয়র সচিব পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত ও সাবেক সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর পুত্র পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে ফাহিম আহমদ নামক এক যুবককে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম’এর সার্বিক দিক-নিদের্শনায় ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন-উত্তর) দেবাশীষ দাশ এর তত্ত্বাবধানে তথ্য ও প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) ফাহিম আহমেদ (২০), পিতা- রফিক মিয়া, মাতা- সায়েরা বেগম, স্থায়ী ঠিকানা: সাং-দেওগাঁও, থানা-কুলাওউড়া, জেলা-মৌলভীবাজার, বর্তমান ঠিকানা: প্রত্যয়-৫২, রায়নগর, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট‘কে কোতোয়ালী থানাধীন রায়নগর এলাকা থেকে গ্রেফতার করা হয়।এ ঘটনায় প্রতারণার বিষয়টি নজরে এনে কোতোয়ালি থানায় মামলা করেছেন ঘটনার একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক আবু সুফিয়ান ফারাবী। অভিযুক্ত ফাহিম আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলির তদবির ও স্কুলে ভর্তিসহ আরো বেশ কিছু সরকারি দপ্তরে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বড় ছেলে পরিচয় দিয়ে নানান ধরনের তদবিরের চেষ্টা করে আসছেন এবং মানুষের প্রতারনা চালিয়ে আসছিল। বিষয়টি রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে তার সাবেক সহকর্মী আবু সুফিয়ান ফারাবী অবহিত করেন। পরে প্রতারক ফাহিম আহমেদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন মুশফিকুল ফজল আনসারী। প্রতারণার বিষয়টি জানতে পেরে পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম তাকে গ্রেফতার করার নির্দেশনা প্রদান করেন। এই প্রতারক চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এতে ক্ষুব্ধ হয়েছেন।
জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে পুলিশ কমিশনার বলেন, এ ধরনের প্রতারক চক্রের হাত থেকে সবাইকে সাবধান থাকতে হবে। সেই সাথে প্রয়োজনে পুলিশের সহায়তা গ্রহণের পরামর্শ প্রদান করেন। উল্লেখ্য, প্রতারক ফাহিম আহমেদ বিগত সরকারের সময়ে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসারের আত্নীয় পরিচয়েও নানান ধরনের প্রতারণা করে আসছিলো। এমন বেশ কিছু তথ্য পুলিশের হাতে এসেছে।
প্রতারক ফাহিমের বিরুদ্ধে ৪১৯/৪২০ পেনাল কোড-১৮৬০ ধারায় সিলেট কোতোয়ালী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে জানিয়ে ওসি জিয়াউল হক জানান, আসামীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা নং ০৭, তারিখ-০৩/০১/২০২৫ খ্রিঃ। তার বিরুদ্ধে অনেক প্রতারনার অভিযোগ রয়েছে।