স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের তাহিরপুরের বিশিষ্ট শিক্ষানুরাগী ও অবসরপ্রাপ্ত শিক্ষক হাজী মোঃ মছদ্দর আলী পীরের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী আজ। তিনি গত ২০১৯ সালের ৭ মে ১ম রমজানের রাত সাড়ে ১২টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। মরহুমের ৬ ছেলে, ২ মেয়ে, স্ত্রী, নাতি-নাতনীসহ অসংখ্য স্বজন রেখে যান। তাঁর মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে বিশেষ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে উনার ছাত্র-ছাত্রী, বন্ধুবান্ধুব, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের কাছে বিশেষ দোয়া কামনা করেন মরহুমের সকল ছেলে-মেয়েরা।