কানাইঘাট প্রতিনিধি
বিপুল পরিমাণ ভারতীয় নাসির বিড়িসহ এক কারবারিকে আটক করেছে কানাইঘাট থানা পুলিশ।
পুলিশ সূত্র জানায়,সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় সুযোগ্য মাননীয় পুলিশ সুপার, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মহোদয়ের নেতৃত্বে জেলা পুলিশ, সিলেট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, ভিকটিম উদ্ধার, মাদক, খুন, ধর্ষণ, চোরাচালান, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সিলেট জেলার কানাইঘাট থানা পুুলিশেরে একটি অভিযানিক দল ০৯/০৭/২০২৪ তারিখ ০৩.৫০ ঘটিকার সময় কানাইঘাট থানাধীন ৪নং সাতবাঁক ইউপির অর্ন্তগত চড়িপাড়া সাকিনস্থ লোভারমুখ বাজারে শাহজালাল ভেরাইটিজ স্টোরে অভিযান পরিচালনা করে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ১০টি বান্ডেল ৭০,০০০ (সত্তর হাজার) শলাকা শেখ নাসিরুদ্দিন বিড়ি, যার মূল্য অনুমান-৭০,০০০/-টাকা পেয়ে জব্দতালিকা মোতাবেক জব্দ করেন এবং আসামী সাদেক আহমদ (৪২), পিতা- মৃত নুরুল হক, মাতা- হালিমা বেগম, সাং-চড়িপাড়া (মাঝরডি), থানা-কানাইঘাট, জেলা-সিলেট-কে গ্রেফতার করে হেফাজতে নেন। পরবর্তীতে জব্দকৃত আলামত ও ধৃত আসামী সহ থানায়ে এসে এজাহার দায়ের করিলে উক্ত এজাহারের ভিত্তিতে কানাইঘাট থানার মামলা নং-০৫, তারিখ-০৯/০৭/২০২৪ইং ধারা-১৯৭৪ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২৫-বি(২) রুজু করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার এস আই ও মিডিয়া অফিসার দেবাশীষ শর্মা।