স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে ২০ বোতল ভারতীয় মদসহ কুখ্যাত মাদক কারবারী রাজুকে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টায় সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক কারবারী রাজু মিয়ার বাড়ী থেকে ২০ বোতল ভারতীয় মদসহ আটক তাকে আটক করা হয়।
সুত্র জানায়, সুনামগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আলী হায়দার রাসেলের সার্বিক নির্দেশনায় পরিদর্শক খোরশেদ আলম ও এএস আই আব্দুল কাদিরের নেতৃত্বে গঠিত অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ কারবারীকে আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো: রাজু মিয়া। সে উপজেলার সুরমা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইব্রাহিমপুর গ্রামের আব্দুল কাদিরের পুত্র। সুনামগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক খোরশেদ আলম বাদী হইয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ২৪(খ) ধারায় সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা রুজু করত আসামীকে পুলিশ হেফাজতে হস্তান্তর করা হয়।
সুনামগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক আলী হায়দার রাসেল মাদকসহ কারবারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়মিত রুটিন ওয়ার্কের অংশ হিসেবেই মাদকসহ কারবারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে যথাযথ আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। মাদক কারবারীদের কোনভাবেই ছাড় দেয়া হবে না। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রনের কর্মকর্তারা মাদক সহ আসামী রাজু মিয়াকে আমাদের থানায় হস্তান্তর করেছে এবং আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।