নিউজ ডেস্ক :: হবিগঞ্জের বাহুবল উপজেলার পুলিশের ধাওয়া খেয়ে জুয়ার আসর থেকে পালানোর সময় আবদুস শহীদ (৪৫) নামের এক যুবক হোঁচট খেয়ে পড়ে মারা গেছেন।
শনিবার রাতে উপজেলার ডুমগাঁও গ্রামের একটি কবরস্থানের পাশে এ ঘটনা ঘটে।
নিহত আবদুস শহীদ উপজেলার ডুমগাঁও গ্রামের বাসিন্দা। পুলিশ ধারণা করছে, নিহত যুবক হৃদ্রোগে আক্রান্ত ছিলেন। পুলিশের ধাওয়া খেয়ে দুর্ঘটনাবশত তিনি মারা যান।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ রাত আটটার দিকে উপজেলার ডুমগাঁও গ্রামের একটি কবরস্থানের পাশে জুয়ার আসর বসায় একদল ব্যক্তি। বিষয়টি গ্রামবাসীর পক্ষ থেকে পুলিশকে জানানো হলে রাতেই পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের ধাওয়ায় দৌড়ে পালানোর সময় আবদুস শহীদ নামের ওই ব্যক্তি হোঁচট খেয়ে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।
বাহুবল থানার ওসি মো. রকিবুল ইসলাম খান বলেন, একদল জুয়াড়ি কবরস্থানের পাশে জুয়ার আসর বসায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া করলে দৌড়ে পালানোর সময় আবদুস শহীদের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ময়নাতদন্তের জন্য তার লাশ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।