বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ হিন্দু পরিষদের ৫৭ সদস্য বিশিষ্ঠ দিরাই উপজেলা কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার চান্দপুর পশ্চিমহাটি গোস্বাইর আশ্রমে অনুষ্ঠিত হয়। দিরাই উপজেলা কমিটির নবনির্বাচিত সভাপতি নিরেশ বৈঞ্চব এর সভাপতিত্বে সাধারন সম্পাদক অভিজিৎ দাস (বেনু)’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চান্দপুর গোস্বাইর আশ্রমের সেবাইত ও পুরোহিত শ্রী গোপিকা রঞ্জন গোস্বামী। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা হিন্দু পরিষদের যুগ্ম সম্পাদক অমিও আর্চায্য টিটু, সহ-সভাপতি দিলীপ বর্মনসহ সংগঠনের নেতৃবৃন্দরা। নবনির্বাচিত সভাপতি নিরেশ রঞ্জন বৈষ্ণব জানান, হিন্দুরা প্রায়ই নির্যাতিত হয়ে থাকে এবং এগুলোকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ ও প্রতিরোধ করতেই বাংলাদেশ হিন্দু পরিষদের সৃস্টি হয়েছে। আমাকে দিরাই উপজেলা কমিটির সভাপতি নির্বাচিত করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ দিরাইবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে সকলের সহযোগিতা কামনা করছি। অনুষ্ঠানের শুরুতেই গীতাপাঠ করেন চান্দপুর গোসাইর আশ্রমের সেবাইত ও পুরোহিত শ্রী গোপিকা রঞ্জন গোস্বামী। পরে আরাধনার পর প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রধান অতিথির বক্তব্যে শ্রী গোপিকা রঞ্চন গোস্বামী বলেন, বাংলাদেশে সংখ্যা লঘু হিন্দুদের উপর প্রায়ই নির্যাতনের ঘটনা ঘটে। এগুলো একার পক্ষে প্রতিরোধ করা সম্ভব হয়নি। তাই সাংগঠনিকভাবে মোকাবেলা করতে এ ধরনের সংগঠনের খুবই প্রয়োজন। আমাদের পক্ষ থেকে যতটুকু প্রয়োজন এই নবনির্বাচিত কমিটিকে সহযোগিতা করা হবে। আজকেই এ সংগঠন একদিন হিন্দুদের প্রাণের সংগঠনে পরিনত হবে।