1. mdjoy.jnu@gmail.com : admin : Shah Zoy
  2. satvsunamgonj@gmail.com : Admin. :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন
  •                          

হাওরাঞ্চলের কথা ইপেপার

ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সরকারি খাস বিল ও ডোবা নগদ টাকায় বিক্রির অভিযোগ শিক্ষক আমির আলীর বিরুদ্ধে মৌলভীবাজারের জুড়ীতে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে এক শিশু নিহত শাল্লা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন দোয়ারাবাজারে হাওর বাঁচাও আন্দোলনের কমিটি গঠন : সভাপতি হেলালী, সম্পাদক আশিস, সাংগঠনিক মুন্না ১৭ বছর পর কারামুক্ত বাবর বিশ্বম্ভরপুরের সলুকাবাদ ইউনিয়নে জনসচেতনতামুলক গণনাটক প্রদর্শনী রণজিৎ সরকার ও ড. সাদিকসহ সাবেক ৩১ এমপির গাড়ি নিলামে সিলেট সীমান্তজুড়ে চোরাচালাণের স্বর্গরাজ্য ধরা ছোঁয়ার বাইরে মুল হোতারা শিক্ষায় বিশেষ অবদানে গুণিজন সম্মাননা পেলেন সিলেটের সন্তান শিক্ষক মুহিবুর রহমান চৌধুরী সুনামগঞ্জে ইজারাবিহীন ধোপাজান চলতি নদীতে পুলিশের অভিযান

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদ ও সর্বস্তরের সাধারণ ব্যবসায়ীদের উদ্যোগে বৃহস্পতিবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

Reporter Name
  • আপডেট করা হয়েছে শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৫৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:  বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা এবং সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদ ও সর্বস্তরের সাধারণ ব্যবসায়ীদের উদ্যোগে ২২ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টায় নগরীর বারুতখানাস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্টে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে সাম্প্রতিকালে দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মৃত্যুবরণকারীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয় এবং যারা আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন তাদের দ্রুত সুস্থতার জন্য মোনাজাত করা হয়।

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক আমিরুজ্জামান চৌধুরী দুলুর সভাপতিত্বে ও বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপনের পরিচালনায় মতবিনিময় সভায় সিলেট নগরীর সর্বস্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ বর্তমান দেশের উদ্ভুত পরিস্থিতির প্রেক্ষাপটে ব্যবসায়ী সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে সংস্কারের উপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বিতর্কিত ও অনির্বাচিত পরিষদের সকলকে পদত্যাগ করার দাবি জানানো হয়।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, সিলেটের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে সকল মহলকে সচ্ছতার সাথে কাজ করে যেতে হবে। বক্তারা সিলেটের ব্যবসার প্রসারে ও ব্যবসায়ীদের উন্নতিকল্পে ন্যায় ও ইনসাফ ভিত্তিক ব্যবসা পরিচালনা করতে হবে।

মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলীমুল ইহছান চৌধুরী সিলেট চেম্বার থেকে পদত্যাগ করায় অভিননন্দন জ্ঞাপন করা হয়।

ব্যবসায়ী নেতৃবৃন্দ তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ব্যবসা বান্ধব প্রতিষ্ঠান এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিতর্কিত ও অবৈধভাবে পরিচালিত হউক এটা কোনভাবেই কাম্য নয়। এ অবস্থায় সিলেটের সকল ব্যবসায়ীরা ঐতিহ্যবাহী সিলেট চেম্বারের সুনাম ও মর্যাদা রক্ষায় অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সকল সদস্যদের আলীমুল ইহছান চৌধুরীর মতো স্বতঃস্ফূর্তভাবে পদত্যাগ করার আহ্বান জানান। মতবিনিময় সভায় উপস্থিত সকলের ঐক্যমতের ভিত্তিতে স্বৈরশাসকের দোসর, অবৈধ ও অনির্বাচিত সিলেট চেম্বারের পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবীতে আগামী রোববার সকাল সাড়ে ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক মানববন্ধন কর্মসূচী পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সিলেটের সর্বস্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও সাধারণ নাগরিকবৃন্দকে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক ও সিনিয়র সহ সভাপতি জিয়াউল হক, সাবেক পরিচালক নুরুল ইসলাম, এনামুল কুদ্দুস, সিলেট জেলা পুস্তক প্রকাশনীর সভাপতি আনোয়ার ইসলাম আনু, সিলেট জেলা কাঠ মালিক সমিতির সভাপতি আবুল কালাম, সিলেট জেলা রেস্তোরা মালিক সমিতির সভাপতি খালেদ আহমদ, সহ সভাপতি আব্দুস সাত্তার, সাত্তার মিয়া, সিলেট সিটি মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম সাজু, জেলা ফুল মালিক সমিতির সভাপতি মনিরুল ইসলাম মনির, সিনিয়র সহ সভাপতি রাসেল আলী, করিম মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পাবেল আহমদ, সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম, দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নিয়াজ আজিজুল করিম, সহ সভাপতি আব্দুল মল্লিক মুন্না, আল হামরা শপিং সিটির ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল আলম, হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, মধুবন মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, ব্লু ওয়াটার ব্যবাসায়ী সমিতির সভাপতি সাহেদ আহমদ, মিলিনিয়াম মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি জাকির আহমদ, শুকরিয়ার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ফুয়াদ বিন রশীদ, আল মারজান মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহিম, দরগাহ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহমান দুদু, সহ সভাপতি মুফতি নেহাল আহমদ, নয়াসড়ক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, জাবেদ আহমদ, জুয়েলারী সমিতির মদন মোহন কর্মকার, আনোয়ার, মারুফ আহমদ, লক্ষণ ঘোষ, সাবেক চেয়ারম্যান আবুল কালাম, রংমহল টাওয়ার ব্যবসায়ী সমিতির ফয়েজ আহমদ দৌলতসহ সিলেট জেলা ও মহানগরীর সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন