হাওরাঞ্চলের কথা :: হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে যাত্রা শুরু করলো বঙ্গবন্ধু ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার নব নির্বাচিত আহ্বায়ক কমিটি। শুক্রবার (২৬ মে) বাদ আসর মাজার জিয়ারত করেন তারা।
এসময় নেতৃবৃন্দ জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির তনু সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করেন।
মাজার জিয়ারতকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের উপ কমিটির সদস্য ও বঙ্গবন্ধু ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম বাবর লস্কর।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু ঐক্য পরিষদ সিলেট মহাগর শাখার আহ্বায়ক অপু কর, যুগ্ম আহ্বায়ক মাসুক মিয়া, মো. জাকির হোসেন, কায়েছ আহমদ, সদস্য সচিব মো. তাহের হোসাইন, সদস্য মো. ওয়াহিদ আহমদ, রুবেল আহমদ, শিপন আহমদ, রিপন কর, সারোয়ার চৌধুরী, তোফাজ্জল আহমদ, রাজন পাল, আলাল আহমদ, হৃদয় আহমদ, জাহাঙ্গীর আহমদ প্রমুখ।