সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ক্ষতিগ্রস্থ মানুষের সাহায্যার্থে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার ত্রাণ ও পুনর্বাসন প্রকল্পের কর্মসূচির অংশ হিসেবে ফেনী জেলার বিভিন্ন উপজেলায় টিউবওয়েল, বসতঘর ও টয়লেট নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়।
খেলাফত মজলিস সিলেট মহানগরী সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের নেতৃত্বে সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দের একটি টিম আজ ৫সেপ্টেম্বর বৃহস্পতিবার ফেনী জেলার বন্যাদুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। নেতৃবৃন্দ সকাল থেকে দিনব্যাপী ফেনী জেলার সদর, ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে এইসব পুনর্বাসন সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ডাঃ এ.এ তাওসীফ। উপস্থিত ছিলেন ফেনী জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমদ, সিলেট মহানগরী সহসভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, সিলেট জেলা সভাপতি ডাঃ শাহিদুররহমান, সিলেট মহানগর সহ-সভাপতি আব্দুল হান্নান তাপাদার, ডাঃ মুহাম্মদ ফয়জুল হক, কে.এম আবদুল্লাহ আল মামুন, মাওলানা ইমদাদুল হক নোমানী, ফেনী জেলা সহ-সভাপতি মাওলানা মঈন উদ্দিন, সিলেট মহানগর সাধারণ সম্পাদক হাফিজ জাবেদুল ইসলাম চৌধুরী, ফেনী জেলা সাধারণ সম্পাদক মাওলানা সানাউল্লাহ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক মাওলানা আজিজ উল্লাহ আহমদী, খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ, ফেনী শহর শাখা সভাপতি মাওলানা মোহাম্মদ ইউনুস, ছাগলনাইয়া উপজেলা সভাপতি মাওলানা আলতাফ আহমদসহ সংগঠনের সিলেট মহানগরী ও ফেনী জেলার অন্যান্য নেতৃবৃন্দ।