1. mdjoy.jnu@gmail.com : admin : Shah Zoy
  2. satvsunamgonj@gmail.com : Admin. :
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩২ অপরাহ্ন
  •                          

হাওরাঞ্চলের কথা ইপেপার

ব্রেকিং নিউজ
হাওরবাসীর স্বপ্ন পুরণে চলছে দুর্বারগতিতে নির্মানের কাজ: বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল সুনামগঞ্জ দিরাইয়ে আওয়ামীলীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্টিত গোয়াইনঘাট ছাত্র ঐক্য পরিষদের দ্বি বার্ষিক সম্মেলন সম্পন্ন জকিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাগ্নার হাতে মামা খুন সিলেটের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাড. শাহ মো: মোসাহিদ আলীকে সংবর্ধনা সিলেট কোম্পানীগঞ্জ সড়কে সড়ক দুর্ঘটনায় আবারও ঝড়ল তাজা দুটি প্রাণ সিলেটস্থ তাহিরপুর নাগরিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে নকল সোনা বিক্রেতা প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে টিআই হানিফ তাহিরপুর সাহিদাবাদ বডার্রহাটে খাদ্যদ্রব্য দেশীয় পণ্য বিক্রির উদ্দেশ্যে নেয়ার পথে ৫২ বস্তা মটরসুটি জব্দ করেছে বিজিবি পাঠানটুলা সুপার সিটি ওয়াস সেনটারে উদ্বোধন

প্রসবকালীন ফিস্টুলা নির্মূল দিবস-ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যালী ও আলোচনা সভা

Reporter Name
  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৪০ বার পড়া হয়েছে

হাওরাঞ্চলের কথা :: আন্তজার্তিক প্রসবকালীন ফিস্টুলা নির্মূল দিবস ২০২৩ উপলক্ষে এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত র‍্যালী শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সেমিনার কক্ষে প্রসবজনিত ফিস্টুলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন অবস এন্ড গাইনী বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ নাসরীন আখতার, অবস এন্ড গাইনী বিভাগের প্রধান (অবসরপ্রাপ্ত) অধ্যাপক ডাঃ শামসুন্নাহার বেগন হেনা, অধ্যাপক ডাঃ দিলিপ কুমার ভৌমিক (অবসরপ্রাপ্ত), ইউরোলজী বিভাগের প্রধান ডাঃ আলীম, অধ্যাপক ডাঃ জামিলা আলম, সহকারী অধ্যাপক ডাঃ খোরশেদা তাহমিনা শিমু, সহকারী অধ্যাপক ডাঃ নাসিমা আক্তার, ডাঃ মুর্শেদা আক্তার, সহকারী রেজিস্ট্রার ডাঃ রমা সুলতানা, আরএস ডাঃ আশরাফী নুর বদরুন্নেছা, এসএসএন বীণা রানী, ২জন ফিস্টুলা সারভাইভার নাজমা বেগম ও আলেকজান বিবি উপস্থিত ছিলেন।

মাল্টিমিডিয়ার মাধ্যমে এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করেন সহকারী অধ্যাপক ডাঃ খোরশেদা তাহমিনা শিমু, এবং সিআইপিআরবি’র সমন্বয়কারী মোঃ আলতাফুর রহমান সিলেট বিভাগের ফিস্টুলা কার্যক্রম সম্পর্কে উপস্থাপন করেন।
অধ্যাপক ডাঃ নাসরীন আখতার এর পরিচালনায় অনুষ্ঠিত ওই সভায় এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রসবজনিত ফিস্টুলা সেবা কার্যক্রমকে আরো গতিশীল ও জোরদারকরণের লক্ষ্যে ব্যাপক আলোচনা করা হয়।
আলোচনায় উল্লেখযোগ্য বিষয় ছিল ফিস্টুলা রোগীদের জন্য বেড নির্ধারণ করে রাখা, দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করা প্রয়োজনে সমাজকল্যান থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে, প্রসবজনিত ফিস্টুলা বিষয়ক সচেতনতা কার্যক্রম জোরদার করা।
সিআইপিআরবি ও ইউএনএফপিএ এর সহযোগিতায় আয়োজিত সভায় জানানো হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর সহযোগিতায় সিলেট বিভাগে ‘‘ফিস্টুলা নির্মূলকরণ কার্যক্রম-২০৩০ বাস্তবায়ন করা হচ্ছে। উক্ত কার্যক্রম বাস্তবায়নে জাতীয় পর্যায়ের স্বাস্থ্য বিষয়ক গবেষণা সংস্থা সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন এন্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি) কর্তৃক কারিগরি সহযোগিতা প্রদান করা হচ্ছে।
সিআইপিআরবির সহায়তায় প্রধানতঃফিস্টুলা রোগী শনাক্তকরণ, রেফারের মাধ্যমে চিকিৎসা সেবা নিশ্চিতকরণ এবং পূনর্বাসনের আওতাভূক্ত করতে সহযোগিতা করা হয়। বিশেষজ্ঞরা ধারণা করছেন, সিলেটের দূর্গম এলাকাতে অধিক সংখ্যক ফিস্টুলা রোগী থাকতে পারেন। সেজন্য অধিক পরিমাণে জনসচেতনতা বৃদ্ধির জন্য গুরুত্বারোপ করা হয়েছে। বিশেষ করে, বাল্য বিবাহ, স্বল্প বয়সে গর্ভধারণ, হাসপাতালে প্রসব করানোর জন্য সচেতনতামূলক কার্যক্রমকে আরো জোরদার করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন