উৎফল বড়ুয়া :: হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন পরিচালক, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ-সভাপতি, স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম-মহাসচিব, দেবপ্রিয় বড়ুয়া প্লাটিনাম জয়ন্তী ও আজীনন সম্মাননা পরিষদ-২০২৩ এর সভাপতি প্রফেসর ডা. উত্তম কুমার বড়ুয়া বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের পুনরায় সভাপতি এবং বঙ্গবন্ধু গবেষণা সংসদের সভাপতি নির্বাচিত হওয়ায় দেবপ্রিয় বড়ুয়া প্লাটিনাম জয়ন্তী ও আজীনন সম্মাননা পরিষদ’র পক্ষ থেকে আন্তরিক সংবর্ধনা প্রদান করা হয়। ১০ এপ্রিল ২০২৩ খ্রি. সোমবার, ডা. উত্তম কুমার বড়ুয়ার চট্টগ্রাম নন্দনকাননস্থ বাসভবনে উপস্থিত থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের যুগ্ম-মহাসচিব দেবপ্রিয় বড়ুয়া। আরো উপস্থিত ছিলেন প্লাটিনাম জয়ন্তী ও আজীনন সম্মাননা পরিষদ’র প্রধান সমন্বয়কারী, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ-চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক অঞ্চল কুমার তালুকদার, সহ-সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ-সভাপতি কমলেন্দু বিকাশ বড়ুয়া, সাধারণ সম্পাদক, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ-যুব’র সাধারণ সম্পাদক, গাছবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. সুব্রত বরণ বড়ুয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক রূপায়ন বড়ুয়া কাজল, যুগ্ম-সাধারণ সম্পাদক বিজয় বড়ুয়া বাপ্পা, অর্থ সম্পাদক রোটা. ডা. অমরেশ বড়ুয়া চৌধুরী এমপিএইচএফ, প্রচার সম্পাদক লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক লায়ন কেমি বড়ুয়া মুক্তা, মহিলা বিষয়ক সম্পাদক ঝুম্পা বড়ুয়া প্রমূখ। নেতৃবৃন্দ ডা: বড়ুয়ার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং প্রত্যাশা করেন সমাজ-সদ্ধর্ম তথা দেশ ও জাতির কল্যাণে কাজের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে নিজেকে নিয়োজিত রাখবেন। এসময় মিসেস উত্তম বড়ুয়াসহ তাঁর পরিবারবর্গ উপস্থিত ছিলেন।।