হাওরাঞ্চলের কথা :: সিলেট নগরীর ২৭ নং ওয়ার্ডে প্রবাসী সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত (১১ ফেব্রুয়ারি) রাতে পাঠানপাড়া দক্ষিণ খান বাড়ীতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাঠানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মুতাওয়াল্লী মোজাফফর খান এর সভাপতিত্বে ও মঞ্জুর আহমেদ খান এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আজম খান।
বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা গুলজার খান, প্রবাসী ফয়েজ খান, বখতিয়ার খান, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ছয়েফ খান, সাধারণ সম্পাদক গুলজার আহমেদ জগলু, শাহাজাহান খান, এখতিয়ার খান, দিলোয়ার খান, বদরুল খান, বাবর খান, মাসুদ খান, প্রবাসী আলম খান, জুবের খান, নাবিল খান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহীন, ইফাজ খান, ফাহিম খান, তানজিম খান প্রমুখ। উল্লেখ্য, পাঠানপাড়া দক্ষিণ খান বাড়ীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি