হাওরাঞ্চলের কথা :: সিলেট নগরীর ২৭ নং ওয়ার্ডের পাঠানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির উদোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত গত (২৫ জানুয়ারী) বাদ জোহর হইতে মধ্য রাত পর্যন্ত চলে ওয়াজ মাহফিলটি। ওয়াজ মাহফিলে বয়ান পেশ করেন হযরত মাওলানা হারুনুর রশিদ বি-বাড়িয়া।
ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন, ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আজম খান, পাঠানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলজার খান, মতোওয়াল্লী মোজাফফর খান, সহঃ মুতাওয়াল্লী মন্জুর আলম খান, সেক্রেটারী মোঃ ছয়েফ খান, লন্ডন প্রবাসী আব্দুল মালেক, মোঃ ফয়েজ খান,নৌসের সিরাজ জুয়েল, মসজিদ পরিচালনা কমিটির মাসুমুল হক, আফজাল সিরাজ পাবেল, মোশাররফ হোসেন কালাম, দিলোয়ার খান, হান্নান খান, গোলাম জিলানি নিজাম, গোলাম জাহেদ, শাহিন খান, এখতিয়ার খান, বদরুল খান, এডভোকেট মাসুদুর রহমান খান মুন্না, ঝুনন মিয়া, কাইয়ুম খান সহ এলাকার মুরব্বিয়ান যুব সমাজ সহ মুসল্লীয়ান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি