হাওরাঞ্চলের কথা :: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র পদপ্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি বলেছেন, সিলেট হচ্ছে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির পূণ্যভুমি, আধ্যাত্মিক শহর। পবিত্র এ নগরীকে সব ধরনের অশ্লীলতা বেহায়াপনা ও নোংরামি থেকে পবিত্র করতে কাজ করতে চাই। পবিত্র এ নগরীর মর্যাদা রক্ষার্থে আমি আন্তরিকভাবে কাজ করে যাব। সিলেট নগরীর সকল সমস্যা সমাধানে কাজ করতে আমি বদ্ধপরিকর। সিলেট শহরকে একটি উচ্চ মানের পরিচ্ছন্ন ও পবিত্র নগরী করতে কাজ করে যাব ইনশাআল্লাহ।
তিনি সোমবার (১৫ মে) নগরীর ১৫নং ওয়ার্ড সোবহানীঘাট এলাকার ২৩নং ও ৩৫নং ওয়ার্ডে জনসাধারণের সাথে সৌজন্য সাক্ষাৎকালে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় কোতোয়ালী থানা, শাহপরান থানা ও আশপাশ এলাকার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।