হাওরাঞ্চলের কথা :: সিলেট নগরীর ৯নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে পথচারী ও রোজাদারদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ (১০ এপ্রিল ) রোজ সোমবার নগরীর মদিনা মার্কেট এলাকার পথচারী ও রোজাদারদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়। ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল বকস এর পরিচালনায়
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাবেক যুগ্ম আহবায়ক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব,
আরও উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সবুর আহমদ, সাধারণ সম্পাদক মিনহাজ পাঠান, ১৯নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সুচিত্র চৌধুরী বাবলু, ৯নং ওয়ার্ড বিএনপি নেতা সানাউল হক সানা, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য এমদাদুল হক স্বপন, ওসমান গনি, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য কয়েস আহমদ, জি এম বাপ্পি, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না, মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরান হোসেন হেলাল, ৯নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমদ, ৯নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি এ কে এম ফজলুল হক, আজর আলী, ১ম যুগ্ম সম্পাদক আহমদ খান জুনেদ, যুগ্ম সম্পাদক এস এম শাহজাহান, সুয়েব আহমদ চৌধুরী, সদস্য সাদিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আকবর আলি, জামিল বক্স, মহানগর যুবদল নেতা ইমাদ উদ্দিন চৌধুরী,ফাহিম আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য গুলাম রব্বানী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি তানভির আহমদ চৌধুরী, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মুনিম লস্কর, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও মদনমোহন কলেজ ছাত্রদলের সদস্য সচিব জহিরুল ইসলাম আলাল, ৯নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক রুবেল আহমদ, ক্রীড়া সম্পাদক মোঃ রুবেল আহমদ, সহ কোষাধ্যক্ষ সম্পাদক জামাল আহমদ, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, সদস্য আবুল বাশার, সাব্বির আহমদ প্রমুখ।
এসময় বক্তরা বক্তব্য বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ দিশেহারা, চলমান রমজান মাসে দেশের সাধারণ মানুষ পেটভরে সেহরী ও ইফতার করতে পারছেনা। আওয়ামী সরকারে সর্বগ্রাসী দুর্নীতির মাধ্যমে দেশে লুটপাট চালিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। দেশবাসীর ন্যায্য দাবী আদায়ে বিএনপি রাজ পথে আছে, জনগনকে সাথে নিয়ে ১০ দফা দাবী আদায় করা হবে ইনশাআল্লাহ। এই সর্বগ্রাসী ফ্যাসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির কর্মীরা ঘরে ফিরে যাবে না।