হাওরাঞ্চলের কথা :: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে নির্বাচনী লিফলেট বিতরণ ও প্রচার মিছিল বের করেছে বাংলাদেশ হকার্সলীগ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
শুক্রবার (১৬ জুন) বিকাল ৩টায় প্রচার মিছিলটি নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বন্দরবাজারে কামরান চত্ত্বরের সামনে এক সংক্ষিপ্ত সভায় গিয়ে শেষ হয়।
বাংলাদেশ হকার্সলীগ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. আতিয়ার রহমানের সভাপতিত্বে ও রাসেন্দ্র পালের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, জাতীয় শ্রমিকলীগ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, জেলা যুবলীগ নেতা শামীম ইকবাল, রফিকুল ইসলাম, ইয়াসিন, জুয়েল, মতিন মিয়া, কিবরিয়া, মানিকুল ইসলাম মানিক, নুরুজ্জামান, জুয়েল আহমদ, জাকির হোসেন, সুহেল আহমদ, জালাল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি