স্টাফ রিপোর্টার:
সিলেটে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সিলেটের নবাগত পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার)। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার আব্দুল মান্নান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: রফিকুল ইসলাম (ক্রাইম এন্ড অবস), অতিরিক্ত পুলিশ সুপার মো: আবু সুফিয়ান (ডিএসবি) সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মোঃ সম্রাট তালুকদার, পুলিশ ইন্সপেক্টর খান মাঈনুল জাকিরসহ পুলিশের উর্দ্ধতন কর্মকতার্ কর্মচারীরা। এ সময় বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভি’র সিলেট ব্যুরো ইকরামুল কবির, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নোবেল, ইমজার সাবেক সভাপতি ও বাংলাটিভি’র সিলেট ব্যুরো প্রধান আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ—সভাপতি আব্দুল হান্নান, ইজমার সভাপতি সজল ছত্রী, সাধারন সম্পাদক শ্যামনন্দ দাস শ্যামল, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, চ্যানেল আই প্রতিনিধি সাদিকুর রহমান সাকি সহ সিলেটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্যে তিনি অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, পেশাগত দায়িত্ব পালনে ও অপরাধ দমনে সাংবাদিক, সহকর্মী ও অংশীজনের সহযোগিতা করতে হবে। তিনি সিলেটের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ভূয়সী প্রশংসা করে সিলেটের আপামর সাধারণ মানুষের সৌজন্যতাকে বিশেষভাবে মূল্যায়ন করেন। সভায় সিলেটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর আগে গত বুধবার (১০ জুলাই) কর্মস্থলে যোগ দিয়েছেন পুলিশ সুপার আব্দুল মান্নান। তিনি কুমিল্লার পুলিশ সুপার ছিলেন। এর আগে তিনি ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে কাজ করেছেন। এছাড়াও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন চৌকস কর্মকর্তা। এ সময় নবাগত পুলিশ সুপার আব্দুল মান্নান সকলের সহযোগিতা কামনা করে জানান, মাদক, চোরাচালান, ইভটিজিং, চুরি ডাকাতি কিশোরগ্যাংসহ প্রতিটি ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা পেলে সকল অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা নেয়া হবে। কাজ করলেই বুঝবেন আমি সাংবাদিক বান্ধব কি না? তবে তথ্য প্রবাহের ক্ষেত্রে কখনও সমস্যা পড়তে হবে না।