নগরীতে রেজিস্ট্রেশন বিহীন ও অবৈধ সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা—অটোরিকশাসহ অন্যান্য অবৈধ যানবাহনের বিরুদ্ধে অ্যাকশনে নেমেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। মঙ্গলবার সকাল ৮টা থেকে সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে অভিযান শুরু হয়েছে। এসময় কাগজপত্রবিহীন মোটরযানের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।
নগরীর বিভিন্ন পয়েন্টে সিএনজি অটোরিক্সা, লেগুনা, ট্রাক, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই বাছাই করা হয়। যাদের কাগজ—পত্র ঠিক রয়েছে তাদেরকে ছেড়ে দেয়া হচ্ছে। আর যাদের যানবাহনের কাগজপত্র পাওয়া যায়নি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া, সিলেট মেট্রোপলিটন এলাকায় চলাচলকারী যেসব সিএনজিচালিত অটোরিক্সা সবুজ রঙের উপর হলুদ রঙের বর্ডার দিয়ে চিহ্নিত করা হয়নি সেগুলোতে রঙ ব্যবহার করার জন্য বলে দেয়া হচ্ছে।
এর আগে এসএমপি’র ট্রাফিক শাখা বিজ্ঞপ্তি দিয়ে ও সপ্তাহজুড়ে মাইকিং করে জানায়— সিএনজিচালিত বৈধ অটোরিক্সা চালক ও মালিকদের প্রতি এসএমপি নির্দেশনা দিয়েছে— ২৩ সেপ্টেম্বরের মধ্যে সিলেট মেট্রোপলিটন এলাকায় চলাচলকারী অটোরিক্সাগুলোতে সবুজ রঙের উপর হলুদ বর্ডার দিয়ে এবং মেট্রো এলাকার বাইরে চলাচলকারী অটোরিকশাগুলোতে সবুজ রঙের উপর সাদা রঙের বর্ডার দিয়ে চিহ্নিত করতে হবে।
এছাড়া, বিশেষ কারণ ছাড়া মেট্রো এলাকার বাইরের অটোরিক্সাগুলো মেট্রো এলাকায় প্রবেশ করতে পারবে না ও নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানানো হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক) বি এম আশরাফ উল্লাহ তাহের জানান, এ অভিযান অব্যাহত থাকবে।