1. mdjoy.jnu@gmail.com : admin : Shah Zoy
  2. satvsunamgonj@gmail.com : Admin. :
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১০:১০ অপরাহ্ন
  •                          

হাওরাঞ্চলের কথা ইপেপার

ব্রেকিং নিউজ
সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে ৪১ প্রার্থীর মনোনয়ন দাখিল সুনামগঞ্জের ৫টি আসনে ২১ জন প্রার্থীর মনোনয়ন দাখিল সুনামগঞ্জ পৌরশহরে সন্ত্রাসীদের হামলা ও ভাংচুরের ঘটনায় মামলা রুজু করলেও ধরা ছোয়ার বাইরে আসামীরা নৌকার মনোনয়ন বঞ্চিত ৭১ এমপি দোয়ারাবাজারে ফেমাস ক্লাবকে অ্যাডভোকেট কানন আলমের টিভি উপহার  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে আওয়ামীলীগের নৌকার মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা করলেন যারা নৌকার মনোনয়ন পেতে শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন আল আমিন চৌধুরী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারী মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে নৌকার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নাদেল সিসিকের দায়িত্ব গ্রহন করলেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

ধান কাটাকে কেন্দ্র করে গুলি, ওসমানীনগরে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট করা হয়েছে রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের ওসমানীনগর উপজেলায় ধান কাটাকে কেন্দ্র করে এক বর্গাচাষি ও তার ছেলেকে গুলির ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া যুবকের নাম জাকির আহমদ (৩৪)। গতকাল শনিবার দুপুরে উপজেলার মোল্লাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় আজ রোববার বিকেল চারটার দিকে সিলেট পুলিশ সুপারের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, শনিবার দুপুরের দিকে ওসমানীনগরের মোল্লাপাড়া এলাকায় জালাল উদ্দিন ও ছেলে নাইম মিয়া নিজেদের চাষকৃত জমিতে শ্রমিকদের নিয়ে ধান কাটছিলেন। এ সময় একই এলাকার জাকির আহমদ তাদের ধান কাটতে বাধা দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটলে জাকির তার সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়েন। এতে বাবা-ছেলে গুলিবিদ্ধ হন। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ওসমানীনগর থানা-পুলিশের একটি দল উপস্থিত হয়ে জাকির আহমদকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী একটি দুটি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড কার্তুজ উদ্ধার করে।

শেখ মো. সেলিম বলেন, জমিজমা নিয়ে জালাল উদ্দিনের সঙ্গে জাকির আহমদের বিরোধ ছিল। বিরোধের জেরেই এমন ঘটনা ঘটেছে। সিলেটের ওসমানীনগর থানায় জাকির আহমদের বিরুদ্ধে মারামারির ঘটনায় দুটি মামলা আছে। এ ঘটনায় জাকিরের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে হত্যাচেষ্টা এবং অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে দুটি মামলা করেছে। আহত বাবা-ছেলে হাসপাতালে চিকিৎসা থেকে আরেকটি মামলা করবেন বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেটের ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফ হোসেন, ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ও উপপরিদর্শক (এসআই) সুবিনয় বৈদ্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন