ধর্মপাশা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশায় ডাঃ রফিক চৌধুরী হাইস্কুলের নব নির্মিত ক্যাম্পাসের শুভ উদ্ভোধন করেন বাংলাদেশের অন্তরবর্তী কালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার।
শিক্ষার গুণগত মান বৃদ্ধি, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
শুক্রবার (১০ জানুয়ারী) সকাল ৯টায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের দশধরী-দুধবহর গ্রামের মধ্যবর্তী স্থানে নব-নির্মিত ডা. রফিক চৌধুরী হাই স্কুল ক্যাম্পাস শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিক্ষা উপদেষ্টা আগমন উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাবুবুল কবির ও জামিয়া সুলতানা । অন্যানদের মাঝে বক্তব্য রাখেন,ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও (ভারপ্রাপ্ত)ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ অলিদুজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) মো. আনোয়ার হোসেন, শিল্পপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সহকারী পুলিশ সুপার (সার্কেল) আলী ফরিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবীর সরকার, ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এনামুল হক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস.এম রহমত, যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলী মড়ল প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, শিক্ষক, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
##