সুনামগঞ্জের ধর্মপাশায় ” হাওরের কৃষি বৈচিত্র্যময় কৃষি ” এই বিষয়কে সামনে রেখে অনাবাদি পতিত জমি আবাদের আওতায় আনয়নের লক্ষে ২০২৪-২৫ অর্থ বছরের কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় বোর ২০২৪-২৫ মৌসুমে ফসলের আবাদ বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ২ কেজি করে হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা কৃষি প্রশিক্ষন হল রুমে এর আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর ধর্মপাশা। উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসুদ তুষার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দীন। আজ মোট বিতরণকৃত কৃষকের সংখ্যা- ২০০ জন কৃষের মাঝে বিনামূল্যে ২ কেজি করে হাইব্রিড ধান বীজ দেওয়া হয়। সারা উপজেলায় মোট ৬ হাজার কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রীড ধান বীজ দেওয়া হবে। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন , উপজেলা মৎস্য অফিসার মোঃ মাহমুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাহ আলম,উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কামরুল হাসান,উপসহকারি কৃষি অফিসার সাখাওয়াত হোসেন, চঞ্চল মিয়া, রায়হান হোসেন প্রমূখ