দোয়ারাবাজার সীমান্তে পৃথক অভিযান চালিয়ে চোরাই পথে আনা ভারতীয় গরু, মদ ও বাংলাদেশী প্লাস্টিক সামগ্রী জব্ধ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। তবে বাংলাদেশী প্লাস্টিক সামগ্রী,ভারতীয় মদ ও গরুর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি সুত্রে যানাযায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির পৃথক অভিযানে শনিবার (২৬ ফেব্রুয়ারী ) গভীর রাতে বাঁশতলা বিওপির টহল দল সীমান্ত মেইন পিলার ১২২৮ এর নিকট শূন্য রেখা বরাবর ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা নামক স্থান হতে ১১টি ভারতীয় গরু জব্ধ ও সীমান্ত পিলার ১২৩০/৬-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের ঝুমগাঁও নামক স্থান হতে বিভিন্ন প্রকার বাংলাদেশী প্লাস্টিক সামগ্রী জব্ধ করা হয়েছে।
অন্যদিকে পেকপাড়া বিওপির টহল দল সীমান্ত মেইন পিলার ১২২৮ এর নিকট শূন্য রেখা বরাবর ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা নামক স্থান হতে ০১টি ভারতীয় গরু ও সীমান্ত পিলার ১২২৯/৪-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের উত্তর পেকপাড়া নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদ এবং ০২ বোতল বিয়ার জব্ধ করা হয়েছে। ,
এদিকে বাগানবাড়ী বিওপির টহল দল সীমান্ত মেইন পিলার ১২২৭ এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ী নামক স্থান হতে ৯৩ বোতল ভারতীয় মদ ও সীমান্ত মেইন পিলার ১২২৮ এর নিকট শূন্য রেখা বরাবর ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা নামক স্থান হতে ০৬টি ভারতীয় গরু এবং সীমান্ত মেইন পিলার ১২২৬ এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের গাছগড়া নামক স্থান হতে ২৮ বোতল ভারতীয় মদ জব্ধ করা হয়েছে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)পরিচালক অধিনায়ক মো: মাহবুবুর রহমান জানান,জব্ধকৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় এবং গরু, বাংলাদেশী বিভিন্ন প্রকার প্লাস্টিক সামগ্রী শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।